pleaze কেউ আমাকে জানাবেন, ওয়াইফাই রাউটার আসলে কিভাবে চলে?এটা কি মাসে কোনো প্লান কিনতে হয় নাকি কোনো কার্ড ঢুকাতে হয়,নাকি মর্ডেমে সিম লাগিয়ে চালাতে হয়। বা এর মাসিক খরচ ই বা কত।
Share with your friends
jojomojo

Call

না wifi নির্দিষ্ট কোন মাসের জন্য না, আপনি যদি ব্রডব্যান্ড লাইন নেন তাহলে মাসের শেষে বিল দিতে হবে।

ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App
Call

ওয়াইফাই রাউটার দুই ধরনের একটা হলো কিছুটা ডিসের লাইনের মত তার দিয়ে এনে রাউটারে যোগ করে তারপর চালানো হয়। এই সিস্টেমে সাধারণত মাসে একবার ঐ লাইনের মালিককে টাকা পরিশোধ করতে হয় আর এই টাকার পরিমাণ হবে আপনি কোন স্পিডের লাইন ব্যবহার করছেন তার উপর। এই পদ্ধতিই সবচেয়ে জনপ্রিয়। এতে আপনি আনলিমিডেট ব্রাউজিং করতে পারবেন। আর একটা ওয়াইফাই রাউটার আছে ঐটা কিছুটা মডেমের মত। ঐ রাউটারে আপনার পছন্দমত সিম ঢুকাবেন এবং পছন্দমত কোন প্যাকেজ কিনবেন ( প্যাকেজের মূল্য সাধারণ সিমের ইন্টারনেট প্যাকেজের সমানই) আর আপনি সহ কয়েকজন একসাথে একই রাউটার দিয়ে ব্যবহার করতে পারবেন এইটা সুবিধা। এই পদ্ধতির জনপ্রিয়তা খুবই কম।

Talk Doctor Online in Bissoy App