অনেক সময় টিভিতে অনেক সরাসরি অনুষ্ঠান প্রচার করা হয় এবং যোগাযোগ করার জন্যে 9330131-9 এই রকম নাম্বার দেওয়া হয়।।আমি এই নাম্বারে কল দিলে কল যায় না এই নাম্বার টা কিভাবে টাইপ করলে কল দিলে কল যাবে??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঐ নাম্বারে ফোন দেওয়ার জন্য ঐ নাম্বার যে এলাকার ঐখানের কোড প্রথমে দিতে হবে। যেমন : বাংলাদেশের +88 এবং ঢাকার +2 ( সম্ভবত) ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলাদেশের ক্ষেত্রে এই রকম টেলিফোন নাম্বারে মোবাইল থেকে কল দিতে চাইলে আপনাকে অবশ্যই উক্ত নাম্বারের আগে ০২ যোগ করতে হবে.. যেমন 029330131 (শেষে 9 দিতে হবে নাহ্, ১ আর ৯ এর মাঝে ড্যাস দিয়ে বুঝানো হয়েছে শেষ নাম্বার ১ থেকে ৯ এর ভিতর যেকোনো একটা দিলে হবে.. মানে একি সিরিয়ালের ৯টা নাম্বার আছে তাদের)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ