ফেসবুকে গ্রুপের ফাইল অপশনে আপনি বিভিন্ন পিডিএফ ডকুমেন্ট ইত্যাদি আপলোড করতে পারবেন।

এজন্য সবচে ভালো হয় আপনার পিসি থাকলে। পিসি না থাকলে অ্যান্ড্রয়েডে সেটের ডিফল্ট ব্রাউজার দিয়ে কিংবা ইউসি ব্রাউজার দিয়ে ফাইল আপলোড করতে পারবেন।

এজন্য আপনি প্রথমে web.facebook.com এ ঢুকুন। এরপর আপনার গ্রুপে যান। খেয়াল করবেন, সবসময় যেন ওয়েব ভার্সনে থাকে।

এরপর আপনি আগের মতো ফাইল এড করার জায়গায় ক্লিক করুন। এবার কোনো বাধা ফাইল আপলোড করতে পারবেন।

.

আর গ্রুপের ফটো আপলোড করার জন্য মোবাইলে ভালো হবে ফেসবুকের নিজস্ব সফটওয়্যার দিয়ে। কিংবা অন্য ব্রাউজার দিয়েও চেষ্টা করতে পারেন।

এজন্য আপনি প্রথমে গ্রুপে ঢুকুন। এরপর গ্রুপের সেটিংয়ে গিয়ে গ্রুপের জন্য ফটো আপলোড করে ফেলুন। 

Talk Doctor Online in Bissoy App