ভাই আমার কম্পিউটারে উইন্ডোজ দিতে পারছি না,,,,,শুধু নিচের লেখাটি উঠতেছে:::----         BOOT MGR IS MISSING

Please press Ctrl+Alt+Dell to restart.


এখন আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো?

আমার Bios এও যাচ্ছে না!


Share with your friends
pkRasel

Call

boot active করার পর কয়েক দিন এই ভাবে চলবে,
তারপর অাপনাপনি বন্ধ হয় যাবে,
অার অাপনি যে সাইট থেকে boot  active করছেন
সেখানে গিয়ে অফ করে দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
এখন আমি আপনাকে একটি সহজ ট্রিকস দেখাব যার মাধ্যমে আপনি সহজেই আবার কম্পিউটার বুট করতে পারবেন।
১. প্রথমত cntrl+alt+dlt চেপে কম্পিউটার রিস্টার্ট দিন
 ২. এবার F2/F1/DEL KEY PRESS করে বায়োস এ প্রবেশ করুন।
৩. এবার সোজা Exit ট্যাব- এ যান
 ৪. এখানে আপনি ৫টি অপশন পাবেন এখান থেকে Load Optimal Defults/Load Setup Defults সিলেক্ট করে এন্টার চাপুন এবং সবশেষে ok করে বেরিয়ে আসুন।  এবার কম্পিউটার রিস্টার্ট দিন

না হলে জানাবেন কিন্তু
Talk Doctor Online in Bissoy App
Call

windows repair করুন ঠিক হয়ে যাবে 

Talk Doctor Online in Bissoy App