Computer on কর লে লেখাতি আসে প্রব লেম তা কি ...কিভাবে solve কর ব.....??? "Reboot and Select proper boot device Or Insert Boot media in selected Boot device and press a key"
Share with your friends

আপনার কম্পিউটারে উইন্ডোজের কোন ফাইল মিসিং হয়েছে। এজন্য সবচেয়ে ভালো হয় নতুন করে উইন্ডোজ দিলে।

Talk Doctor Online in Bissoy App

আপনার পিসি হার্ড ডিক্স পাচ্ছেনা,

হার্ড ডিক্স যদি পেয়ে থাকে, তবে বায়োস এ গিয়ে ফাস্টবুট হার্ড ডিক্স দিয়ে দিন, তবুও যদি না হয় তাহলে  আবার উইন্ডোজ দিন, তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে। 

Talk Doctor Online in Bissoy App

ডেস্কটপের ক্ষেত্রে: হার্ডডিস্কের সাটা কেবলগুলো ভালো করে দেখুন ঠিকমত সেট করা আছে কিনা কিংবা নষ্ট কিনা। ল্যাপটপ/ডেস্কটপ উভয়ের ক্ষেত্রে: বায়োস সেটিংসে দেখুন 1st boot Device হার্ডডিস্ক দেওয়া আছে কিনা। না থাকলে দিন। তবুও না হলে বুঝতে হবে bootmngr ফাইলটা ডিলিট হয়ে গেছে। তাহলে আপনাকে আবার উইন্ডোজ দিতে হবে

Talk Doctor Online in Bissoy App