Junait

Call

এখন নতুন করে Windows  সেটআপ করুন। ভাইরাসের

জন্যও হতে পারে তাই সম্ভব হলে প্রয়োজনীয় ডাটা

সংরক্ষন রেখে হার্ডডিক্স ফরমেট করুন।

নতুন করে Windows সেটআপ করার পর

নিম্নোক্ত বিষয় গুলো মেনে চলবেন,

কোনো সমস্যা হবে না আরামে কাজ করতে পারবেন।

(১)  ভালো মানের এন্ট্রিভাইরাস ব্যাবহার করবেন

       তবে যে কোন একটাই ব্যাবহার করুন অনেক গুলো

       করলে পিসিকে স্লো করে দিবে

(২) নিয়মিত পিসি স্কান করুন, কখনও এই ভুলটা করবেন

       না তাহলো- কোনো মেমরী কার্ড বা পেনড্রাইভ পিসিতে

        ব্যাবহারের পূর্বে অবশ্যই ভাইরাস চেক করে নিবেন।

(৩) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনষ্টল করবেন না।

(৪) একসাথে দুই বা ততোধিক ভারি প্রগ্রাম ব্যাবহার করবেন না

      

(৫)  একটানা গেমিং হিসাবে পিসিটিকে ব্যাবহার করা যাবে

        না।

(৬)  প্রতি বছরে অন্তত একবার নতুন করে Windows.    

          সেটআপ করবেন তবে বেশি বেশি করে ঘন ঘন

        Windows সেটআপ দেওয়া মাদারবোর্ডের জন্য

        ক্ষতি।

(৭) প্রতিদিন অন্তত ২ বার পিসিটি রান করুন। 

           (recent/ temp, %temp%) ক্লিয়ার করবেন।

*** এভাবে নিয়মাবলি মেনে কম্পিউটার ব্যাবহার করুন

      তাহলে কোনো সমস্যা হবে  না।

Windows  সেটআপ করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন....

Talk Doctor Online in Bissoy App