অনার্স  এ কিভাবে CGPA নির্নয় করে।exmpl দিয়ে বলেন।


Share with your friends

CGPA নির্ণয়ের নিয়ম হলো, আপনি গ্রেডিং নিয়মে প্রতি সাবজেক্টে যে গ্রেড পাবেন সেটাকে ঐ সাবজেক্টর ক্রেডিট দিয়ে গুন করবেন।এভাবে প্রতিটি সাবজেক্টের গ্রেড এবং ক্রেডিটের গুন ফলকে যোগ করবেন। তারপর টোটাল ক্রেডিট দিয়ে ভাগ দিবেন। প্রাপ্ত ভাগফল ই আপনার কাঙ্ক্ষিত CGPA গ্রেড রেজাল্ট।

Talk Doctor Online in Bissoy App