আমি আমাদের বাড়ীর অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য ৭ লাখ টাকা লোন নিতে চাই ইসলামী ব্যাংক থেকে,,,কিভাবে এবং লোন নিতে কি কি কাগজপত্র,,,, এবং লোনের টাকা কিভাবে পরিশোধ করতে হবে,,মাসিক ভিত্তিক অথবা বাৎসরিক ভাবে পরিশোধ করতে হয়,,,আমার আইডি কার্ড নেই,পাসপোর্ট আছে,মালেশিয়া কাজ করি আমি,,,আমি কিভাবে লোন পাবো


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ইসলামিক ব্যাংকে কোনো লোন নেয়। 

ব্যাবসায়িক/ছাত্রদের কিছু শর্তে

টাকা দিয়ে থাকেন তবে উনারা এগুলোকে

লোন বলে না। আপনার কাঙ্খিত বিষয়ের জন্য

ডাচ বাংলা ব্যাংক লোন দিবে হয়তো।

 বাংলা ব্যাংক সবথেকে সহজ শর্তে

হোম লোন দেয় (সব থেকে বেশি সুবিধা)

সর্বোনিম্ন ২ লক্ষ টাকা থেকে শুরু করে 

সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে

থাকে। 

ডাচবাংলা ব্রাঞ্চে এ বিষয়ে আলোচনা 

করতে পারেন। 

বিঃদ্রঃ  ডাচ বাংলা ব্যাংক,  ডাচ বাংলা এজেন্ট 

ব্যাংক নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ