.Com বা .Net এই ধরনের সাইট কিভাবে বানানো যায় তার সবচেয়ে সহজ পদ্বতি টি দয়া করে বলেন … এই সাইট বানাতে যত ধরনের কোড লাগবে সব ধারা বাহিক ভাবে সুন্দর করে দেন যাতে আমি তা দেখে একটি সুন্দর সাইট বানাতে পারি আর সব step গুলা সুন্দর করে বুঝিয়ে দিন … খুব উপকার হবে
Share with your friends
AAShemul

Call
.Com/.Net হল ডোমেইন নেম। সাইট তৈরিতে হোস্টিংও প্রয়োজন। ডোমেইন আপনি godaddy.com বা STechBD.Net থেকে কিনতে পারেন। আর হোস্টিং hostgator.com বা STechBD.Net কিনতে পারেন। এর মধ্যে godaddy.com আর hostgator.com হল বিদেশী কম্পানি এবং STechBD.Net হল দেশি কম্পানি। আমি দেশি কম্পানি থেকে কিনতে বলব। কারন দাম কম হয়। বিভিন্ন অফারে ডিসকাউন্ট পাওয়া যায়। কার্ড বা পেপাল লাগে না। ব্যাংক বা বিকাশেই পেমেন্ট করা যায়। তাছাড়া ফোনের মাধমেই সাপোর্ট পাবেন। আর ডোমেইন হোস্টিং কিনলেই হবে না। সাইট ডিজাইনও করা লাগে। আর দেশি কম্পানি কম দামে ডিজাইনও করে। এই হল ওয়েবসাইট তৈরির ব্যাসিক ধারনা।
Talk Doctor Online in Bissoy App