Call
সলিনয়েডের ভিতর কোন লোহার দন্ড বা পেরেককে ডুকালে সলিনয়েড নিজের যে চৌম্বক রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরী হয় ফলে সলিনয়েড থেকে বেশি চৌম্বকক্ষেত্র পাওয়া যায় । তড়িৎ প্রবাহ চলাকালিন এটি বেশ শক্তিশালী চৌম্বুকে পরিণত হয় । একে বলা হয় তড়িতচুম্বক । এই চুম্বকের প্রাবল্য বানানোর উপায় দেওয়া হলোঃ-
১ তড়িৎ প্রবাহ বাড়িয়ে ।
২ সলিনয়েডের পেঁচের সংখ্যা বাড়িয়ে ।
৩ ইংরেজী U অক্ষরের মতো বাকিঁয়ে চুম্বক মেরু দুটিকে আরো কাছাকাছি এনে ।


দলিলঃ- ২০১৬ সালের দাখিল পরিক্ষার্থী এর পদার্থ বিজ্ঞান এর ২০০ পৃষ্ঠা ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ