Call

সবকিছুর মূলে হিংসা। আসলে ভারতীয়রা যে বাংলাকে দেখতে পারেনা তা কতটা সত্য. তবে হ্যা কিছু কিছু মানুষ দেখতে পারেনা।আর এই কিছু কিছু মানুষের কারনে নাম হয় ভারতীয়রার। আবার দেখুন বাংলাদেশের মানুষেরা নোয়াখালি,বরিশালদের চোর, বাটপার বলে এটাও ঐ আগের কারনের মতই। এটা মানুষের মুখের কথা। আগে মানুষ বলতো বলে এখনও মানুষ বলে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেখুন এটি কিছু কিছু মানুষের মানুষিক সমস্যা। সেইসব মানুষ নিজের ভালোলাগা খারাপ লাগা সকল মানুষের মধ্যে ছড়াতে চায়। কিছু কিছু ভারতীয় রা পশ্চিম বাংলাকে দেখতে পারে না তথা সহ্য করে না। তদ্রুপ নোয়াখালী বা বরিশাল এর ক্ষেত্রেও প্রযোজ্য। দেখুন সবাই কিন্তু নিজের জাতির প্রতি হেয়, প্রতিপন্ন করছে না। উদাহরণ স্বরুপ বলা যায় আমি কিন্তু আপনার কাছেই প্রথম শুনলাম যে কেউ নোয়াখালী, বরিশাল কে কুনজর এ দেখে। আবার আপনার প্রশ্নেও বোঝা যায় আপনি ও নিজের জাতিকে অপমান করেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপআপনির মুখেই এইরকম কথা  শুনছি,

প্রথম শুনলাম। 

আমি তো পশ্চিমবঙ্গে থাকি, কই ভারতের

সবাই তো আমাদেরকে হেট করে না??!!


আর এটাও ভুল যে, এখানের লোকরা

নোয়াখালি, বরিশাল, এসব জায়গার লোককে চোর চিটার বলে, হেয় করে।  

হয়তো লোকমুখে শুনেছেন, তবে এটা কিন্তু

পুরোপুরি সত্যি না ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ