আজ ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কিছু কুকুরের হামলার শিকার হই আমি । এমন সময় একটি কুকুড় আমার ডান হাটুর এক পার্শ্বে কামড় দেওয়ার চেষ্টা করে । যদিও তেমন ভাবে কামড়টা দিতে পারেনি কিন্তু কামড়ের যায়গাটাতে হালকা চামড়া উঠে যায় । আমার পরনে ট্রাউজার ছিলো তখন । বাসায় এসে আমি ক্ষতস্থানটি সাবান দিয়ে পরিষ্কার করি এবং পানি ঢালি । উল্লেখ্য যে ক্ষত স্থান থেকে রক্ত ঝরেনি । এমন অবস্থায় ভ্যাক্সিন নেওয়াটা কি জরুরী ? অথবা কোনো বিকল্প উপায় আছে কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে

কাপড়টি গরম পানি দিয়ে

পরিষ্কার ভাবে ধুয়ে শুকিয়ে নিন।

আপনার যদি মনে হয়ে থাকে যে আপনাকে

কুকুড়টি কামড়েছে তাহলে আপনার হাল্কা

মাথাব্যাথা বা জর জর ভাব হতে পারে।

চিকিৎসা নিবেন নো চিন্তায় থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এই বিষয়ে দিধা ধন্দে থাকবেন না, পরে

সমস্যা হওয়ার থেকে এখনি নিকটস্থ 

হাসপাতাল থেকে ভ্যাকসিন দিয়ে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ