আমি দৈনিক 2 ঘন্টার কম লেখাপড়া করায় খুব চিন্তিত আমার লেখাপড়া নিয়ে কারন আমি অধিক সময় ঘুমাই|
Share with your friends

আপনি আগে অতিরিক্ত ঘুমানো বদঅভ্যাসটা দূর করুন|নিজেকে প্রশ্ন করুন,আমি এগুলো কি করছি|আমার পড়ালেখা কি হচ্ছে? আর বিভিন্ন যে গ্রুপ বিষয়গুলো আছে যেমন রসায়ন,উচ্চতর গণিত,পদার্থ,জীববিজ্ঞান বিষয়গুলো বেশী বেশী পড়ুন|

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

এক্সামের রেজাল্ট ভাল মানের করতেই চান তো,বেশি বেশি পড়া লেখা ছাড়া কোনো বিকল্প নাই।অতএব, পড়া লেখার প্রতি মনোবল আরো দিগুন বাড়াতে হবে।শুধু পড়লেই হবে না,মনযোগ সহকারে পড়তে হবে।একবার যেটা পড়বেন এগেইন যেন আপনার মেমোরিতে স্বরন থাকে।আর হুম এক্সস্ট্রা নেশা গুলাও আস্তে আস্তে এরিয়ে চলুন,যেমনঃ অতিরিক্ত অনলাইনে থাকে,ফেসবুক ব্যাবহার করা এইসব আর কি?এক কথায় আপনার পড়া লেখায় যে গুলা বাঁধা হয়ে দাঁড়াই সেগুলো পরিহার করুণ।সর্বদাই আল্লাহর ইবাদাত করুণ।

Talk Doctor Online in Bissoy App
Call

First deserve then then desire -প্রথমে উপযুক্ত হও তারপর আকাঙ্ক্ষা কর । আপনি কম পরিশ্রমে বেশি আশা করতে পারেননা ।  আপনি ঘুমের মাত্রা কমান । A+ করতে চাইলে ভোরে উঠবেন । কমপক্ষে ৮ ঘন্টা লেখাপড়া করেন । আর ইংরেজি , গণিত , পদার্থ , রসায়ন ও জীব প্রতিদিনই পড়তেই হবে ।

Talk Doctor Online in Bissoy App
aktohin

Call

এরকম একটা প্রশ্নের উত্তর কিছুক্ষন আগে দিয়েছি আমি। আশা করি উত্তরটা আপনার কাজে আসতে পারে। উত্তরটা দেখে নিন এই লিংক থেকে। 

ধন্যবাদ আপনাকে।

Talk Doctor Online in Bissoy App