Symphone v30 প্যাটান লক ভুলে গেলে কিভাবে খুলবো কেও এই মোবাইল টি আনলক করে থাকলে বলবেন ?????


Share with your friends

Recovery mode (Power + volume up)  এ গিয়ে factory reset দিন।

Talk Doctor Online in Bissoy App
Call

মোবাইল বন্ধ করুণ এবং

চালু করার সময় Volume up

+power button অথবা Down

+power button একসাথে প্রেস করে সেট

অন করুণ। এটা আপনাকে রিকোভারী

মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে

যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন

কোম্পানীর সেটে আরো কিছু

কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো

হলো: ১. Volume Down + Volume Up +

Power button. ২. Volume Down + Power

button. ৩. Volume Up + Power button. ৪.

Volume Up + Home + Power button. ৫.

Volume Up + Camera button. ৬. Home +

Camera button. ৭. Home + Power button

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন

একটি কম্বিনেশন কাজ করবেই:

কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর

রিকোভারী মুড এ যাবেন “Wipe Data /

Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে

ভলিউম আপ ডাউন কি দিয়ে

সিলেকশনের কাজ করতে হবে। এর পর

নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’

সিলেক্ট করুণ। ব্যস কাজ শেষ ।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

আপনার ফোনটির ব্যাটারী খুলুন, তারপর

ব্যাটারি লাগিয়ে মোবাইল টির পাওয়ার

বাটন ও ভলিউম কমানোর/অথবা ভলিউম

বাড়ানোর বাটন একসাথে চেপে ধরুন।

ফোনটি রিকোবারি মুডে চলে যাবে।

Reset factory সিলেক্ট করে পাওয়ার বাটন

চাপুন, তারপর সেট টি একাই চালু হবে।

সব ডাটা মুছে যাবে।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে। ৫বার ভুল ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern? এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতেবলা হবে। 

(copy from Rana's bhai answer)

Talk Doctor Online in Bissoy App