Share with your friends
Yakub Ali

Call

আপনি কিং রুট এ্যাপস টি ডাউনলোড করে

সহজেই রুট করতে পারবেন।

https://www.kingoapp.com/

ইন্সটল করে, রুট now এ ক্লিক করুন হয়ে

যাবে।

বিঃদঃ আমরা সবাই প্রায় সাধারণ ব্যবহারকারী

তাই রুট না করাই ভাল বলে মনে করি।

Talk Doctor Online in Bissoy App
Call

FramaRoot এর কল্যাণে এখন ফোন রুট-আনরুট করা ডাল ভাত। কখন যে আপনার ফোন রুট করা হয়ে যাবে টেরই পাবেন না।


এবার আসি কাজের কথায় , এই সফটওয়্যার দিয়ে রুট করতে হলে আপনার ফোনটিকে অবশ্যই android 4.1 অথবা তার উপরের যেকোনো ভার্সন হতে হবে।


প্রথমে এখান থেকে FramaRoot. ( মাত্র 908 KB) ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে ওপেন করুন

তারপর Install SuperSU সিলেক্ট করুন। এরপর Boromir এ ক্লিক (টাচ) করুন। তাহলে একটি success মেসেজ দেখাবে এবং ফোন রিবুট করতে বলবে। এখন ফোন রিবুট করুন অর্থাৎ ফোন অফ করে আবার অন করুন। অন করার পর মেনুতে SuperSU নামে নতুন একটি অপশন দেখাবে।

****Congratulation****

আপনার ফোন এখন Rooted. ইনজয় করুন রুটেড ফোনের স্বাধীনতা আর ইউজ করুন অসংখ্য রুট এপ্লিকেশন।

Talk Doctor Online in Bissoy App