আমার কাছে একটা NiD নাম্বার আছে আমার অই আইডি কার্ডের নাম ছবি ঠিকানা লাগবে কেও একটু সাহায্য করেন
Share with your friends

আপনি অনলাইনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। এজন্য প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার ক্লিক করুন। এই লিংকে যেতে পারেন- https://services.nidw.gov.bd/registration এরপর নিচে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই ক্লিক করুন। এবার যাবতীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে রেজিস্টার ক্লিক করুন। রেজিস্টার হয়ে গেলে আপনার মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে। রেজিস্ট্রেশন পূর্ণ হয়ে গেলে আপনি লগইনে ক্লিক করুন। এরপর ফরমটা পূরণ করুন। এবার 'সামনে' বাটনে ক্লিক করুন। এরপর আপনার আইডি কার্ড দেখতে পারবেন। সেখান থেকে কার্ডটা ডাউনলোড করে নিন।

(কোনো জায়গায় আটকালে মন্তব্য করতে পারেন। কিংবা ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।)

Talk Doctor Online in Bissoy App
Realman

Call

অাপনি নিচের লিংকে ঢুকে অাইডি নাম্বার, জন্ম তারিখ, স্থয়ী ও বতর্মান ঠিকান এবং এভাবে একটা পাসওর্য়াড - Abcd123456 তৈরি করেন।  তারপর কোড দিয় বক্সটি পূরণ করে ওকে করুন।


https://services.nidw.gov.bd/voter_center

অাপনি অাইডি নাম্বার সিলেক্ট করে নিবেন।

Talk Doctor Online in Bissoy App