এর আগে অনেক ক্রীম ব্যাবহার করেছি কিন্ত পুরোপুরি সারে নাই।ডাক্তারি মতে কোন ক্রীম ব্যাবহার করলে ব্রণসহ ও দাগ সেরে যাবে যা অল্পদিনে ফলাফল পাওয়া যাবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি "ফানজিডাল" নামের ক্রিমটি ইউস করতে পারেন। উক্ত ক্রিমটি আমাকে এক ডাক্তার ইউস করতে বলেছিলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

ব্রণের দাগ দূর করতে ভেষজ পদ্ধতি.... কমলা লেবুর খোসা শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। মসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ব্রণের দাগও দূর হয়ে যাবে....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

ঔষধে কাজ না হলে আপনি প্রাকৃতিক উপায়ে একবার চেষ্ট করতে পারেন -- তবে অপেক্ষা করতে হবে কয়েকদিন। আপনি রোজ রাতে ঘুমোনোর আগে, মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন। আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। আমি রোজ করি। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেহেতু ক্রীমে কাজ হচ্ছেনা আপনি এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন: ...::ব্রণের দাগ দূর করতে ভেষজ পদ্ধতি::... কমলা লেবুর খোসা শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। মসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ত্বকের জেল্লা বাড়বে। ব্রণের দাগও দূর হয়ে যাবে।। তাছাড়া ললিতা হারবাল মেছতা গোল্ড ক্রীমটা যদি, ব্যবহার না করেন, তবে অন্তত একবার ব্যবহার করে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ