Yakub Ali

Call
ভাই আগে ব্রণ দূর করুন, তারপর দাগ
দুর করার চিন্তা করুন।
ব্রণের জন্য সব চেয়ে কার্যকরী Fona plus
Gel
ব্যবহার বিধিঃ
ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করে, আক্রান্ত
মুখে সামান্য পরিমাণ করে রাতে ব্যবহার
করুন। শুধু রাতে ব্যবহার করবেন।
 image
বিশেষ করে বয়ঃসন্ধি কালে ব্রণের প্রাদুর্ভাব
বেশি হয়। সাথে
রোদ, ধুলাবালি ইত্যাদির প্রভাবে অনেক সময়
মুখে ব্রণ বাড়ে।
অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না।
*সবুজ শাকসবজি, করলা, মাছ, লালশাক, পেঁপে, কলা বেশি করে খাবেন।
চিরতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে
সকালে খালিপেটে খেতে পারেন।
*টমেটো, গাজর, হলুদে জীবাণুনাশক
উপাদান থাকায় ব্রণ দূরীকরণে এগুলো বেশ
সহায়ক।
*এ ছাড়া প্রচুর পরিমাণে পানি পান করুন।
*সকালে ও রাতে ইসবগুলের ভুসি খাবেন।
* দৈনিক 8 ঘন্টা ঘুমাবেন।
ফলাফল পেয়ে যাবেন, না পেলে জানাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রোজ রাতে ঘুমানোর আগে লেবুর রস তুলা দিয়ে ব্রণে ঘষে লাগিয়ে রেখে দিন। সকালে কোনো ভালো ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। এটি কয়েকদিন চালিয়ে গেলে ব্রণও কমবে দাগও দূর হবে। বিঃ দ্রঃ যদি মুখ জ্বালা করে তাহলে লেবুর রসের সাথে মধু মিশিয়ে তুলা দিয়ে ঘষে লাগাবেন। -copied ********ব্রণ কমাতে বেশি পরিমাণে পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান। দুশ্চিন্তা করবেন না। সকালে খালি পেটে গরম পানি খেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মুখের ব্রণ ও কালো দাগ পেঁয়াজ : পেঁয়াজের কথা শুনে অবাক হচ্ছেন? এখনি জেনে নিন, বয়স জনিত কালো ছোপ দূর করতে পেঁয়াজ দারুণ কার্যকরী। একটা স্লাইস নিয়ে আক্রান্ত স্থানে ঘষুন ৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে রোজ ব্যবহার করুন। লেবু : লেবু ত্বকের কালো দাগ ছোপ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোর সাথে লেবুর রস নিন, তারপর কালো দাগে ৫ মিনিট ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩/৪ বার ব্যবহারে উপকার পাবেন। তবে মুখে বা শরীরের কোথাও লেবু লাগাবার পর সরাসরি সূর্যের আলোতে যাবেন ন্রিতি পেঁপে : পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান।পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে ঘষুন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩/৪ বার করুন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রঙ উজ্জ্বল করে তোলে। অ্যালোভেরা : কেবল ব্রণ কমাতেই নয়, ত্বকের কালো দাগছোপ দূর করতেও অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা জেল বের করে আক্রান্ত স্থানে মাখুন আলতো হাতে। এমন ভাবে ম্যাসাজ করুন যেন অ্যালোভেরা জেল ত্বক একদম শুষে নেয়। ঘণ্টা খানেক ত্বকে রাখার পর ধুয়ে ফেলতে পারেন। কলা ও লেবুর মাস্ক : পাকা কলা ও লেবু মিশিয়ে (একটা কলা ও একটা লেবু অনুপাতে) মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে, গলায়, হাতে, পায়ে যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। রোজ লাগান কালো দাগে, ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দারুণ কাজে দেবে। দেখুন, নিয়মিত ব্যবহারে ত্বক কতো মসৃন, সুন্দর ও লাবণ্যময় হয়ে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ফ্রেস লুক জেল(fresh look gel) ব্যবহার করতে পারে ব্রন দূর করার জন্য। এটা ব্রন ও ব্রনের দাগ এক সাথে মুছে ফেলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ