দেখুন যেকোনো বিষয়ে ভাল করাটা ধারাবাহিকতার অন্যতম শর্ত। যেহেতু আপনি গ্যাপ দিয়েছেন শেখেত্রে আপনাকে এই বিষয়ে অধিক পরিশ্রম করতে। এইটা প্রথম শর্ত, আপনি English বিষয়ের মূল বিষয়াদি যেমন,,,,,, Tense, parts of speech, Transformation of Sentence যতদ্রুত শিখতে পারবেন ততই মঙ্গল। আপনি আপনার শিক্ষকের সহায়তা নিয়ে এটি করতে পারেন।সবচেয়ে বেশি আপনাকে পরিশ্রম করতে হবে ভাল করতে হলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

ইংরেজি অনেকটা অংকের মতোই, আপনি যত বেশি প্যাকটিস করবেন, তত বেশি এগিয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি ইংরেজি শিখে নিতে spoken english এর বই দু-একটা পড়তে পারেন। আর আপনি একটু হলিউট মুভি দেখলে, ইংরেজিতে আরও বেশি উন্নতি করতে পারবেন।। best of luck!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

আসলে অনেকেই ইংরেজি না পারায় নিজেকে অনেক ছোট মনে করে, ভেঙ্গে পরে। আসলে ইংরেজি কে আমরা যতটা কঠিন মনে করি, ততটা কঠিন ইংরেজি না। ইংরেজি ভয় করলেই ইংরেজি কঠিন! আমি ছোট থেকেই ইংরেজি কে ভয় করি না। তাই কখনোই ইংরেজি আমার কাছে কঠিন মনে হয় নি, আর এখন পর্যন্ত ইংরেজিতে ভালো আছি মাশাল্লাহ! আমি অনেক ভাল ইংরেজি পারি তা বলছি না! তবে অতটা খারাপও পারি না! আপনি প্রতিনিয়ত নিজেই ইংরেজি চর্যা করুন,বেশি করে প্রাইভেট পরুন,ইংরেজি বইটা একটু বেশি পরবেন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ