আমি পঞ্চম শ্রেণির ছাত্র , আমি ইংলিশ বুজিনা । আমি নিজে নিজে কিভাবে ইংরেজি ভাষা শিখব ? এমনকি কোন বই আছে যেটা দিয়ে আমি সম্পুর্ন ইংলিশ বলা এবং লেখা শিকতে পারব
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এমন অনেক বই আছে যেখানে লেখা রয়েছে ৬মাসে পুরো ইংলিশ শিখুন, কিন্তু এটা প্রায় অসম্ভব। আপনার বয়স যেহেতু অনেক কম,কিন্তু ইংরেজি শেখার প্রতি আপনার আগ্রহ একটু বেশি এক্ষেত্রে আপনি ইংরেজি শব্দার্থ এর বই পড়ুন বেশি করে,বেশি বেশি বাংলা শব্দের ইংরেজি অর্থ আয়ত্ত করু,গ্রামাটিক্যাল কিছু রুলস আয়ত্ত করু। ইংরেজি cartoon, কিছু সিরিয়াল,মুভি দেখুন টিভিতে। একজন ভালো ইংরেজি শিক্ষক এর গাইডলাইন মেনে চলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপনি ইংরেজি spoken english -- এর একটা ভালো বই পড়তে পারেন। যেমন একটা --সাইফুর্সের ইংররেজী বইটি অথবা এই রকম কোনো বই কিনে পড়তে পারেন। আর আপনি অবসর সময়ে হলিউড মুভি ইংরেজি ভাষায় দেখুন। আর আয়নার সামনে নিজে নিজে ইংরেজি বলা packtice করুন। অনেক ফল পবেন। <ধন্যবাদ>

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

সাইফুরসের "জিরো থেকে হিরো" বইটি পড়তে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdnurnabi

Call

আপনি বেশি বেশি ইংরেজি শব্দ শিখুন।প্রতিদিন যে শব্দগুলু শিখেছেন সেগুলি বাক্যে রুপান্তরিত করুন।বেশি ইংরেজি উচ্চারন ঠিক করার জন্য ইংরেজি পত্রিকা পড়ুন।ইংরেজি খবর শুনুন।এভাবে চালিয়ে যান তাহলে দ্রুত ইংরেজি শিখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ