smart app lock টা ফোন ডিবাইজে একটিব হয় কিন্তু পাসওয়াট দিতে হয়না। যে কেউ নিষক্রিয় করতে পারবে এবং আনইনস্টল করতে পারবে। পাসওয়াট দিব কিভাবে যাতে আর কেউ খোলতে পরবেনা। helper ও ইনস্টল করা।আর sms মাধ্যমে কিভাবে ফোন বন্ধ করে একটু বলে দেন।
Share with your friends
Unknown

Call

SALock এ প্রবেশ করুন, উপরে লাল বিন্দুতে ক্লিক করুন, এটি সবুজ হয়ে যাবে.... যার মানে অ্যাপ এক্টিভ হয়েছে। ইনিশিয়াল পাসওয়ার্ড ৭৭৭৭, এটি চেঞ্জ করতে Settings >> Password & Pattern Settings >> Change Password >> চেঞ্জ করুন। এবার Settings >> Default Settings >> (লাল রঙে) Uninstallation preventor >> রিকভারি অপশন বাছতে বলবে, ড্রপডাউন মেনু থেকে Question বেছে নিন >> যেকোনো একটি প্রশ্ন ও একটি উত্তর লিখে সেভ করুন >> এবার আবার Unins...preventor এ টিক দিন >> Device Administration এ যাবে >> Active ক্লিক করুন। এবার কেউ অ্যাপে ঢুকতে বা অ্যাপ আনইন্সটল করতে পারবেনা। এছাড়া Setting লক করে রাখুন, যাতে কেউ অ্যাপ ডাটা ক্লিয়ার করতে না পারে। এসএমএস এ ফোন লক করতে::: Settings >> Remote Control >> তিনটা অপশন আছে, Remote Lock Keyword, Remote Unlock Keyword, Remote Unlock Command। Remote Lock Keword এ ক্লিক করে একটি কিওয়ার্ড সেট করুন। এরকম দিবেন #%Lock বা @Lockk অর্থাৎ আনকমন কিছু। এই কিওয়ার্ডটি মেসেজ করে পাঠালেই আপনার ফোন লক হয়ে যাবে। R.Unlock Command এ যদি All Apps বাছেন তাহলে Lock করার নির্দেশ পাঠালে যাবতীয় সকল অ্যাপ লক হয়ে যাবে। আর Selected Apps বাছলে শুধু লক সার্ভিস ব্যবহার করা হয়েছে এমন অ্যাপগুলো লক হবে। R.Unlock Keword-ও লক কিওয়ার্ডের মত আনকমন কিছু দিন, যেমন #%Unlock। এই কিওয়ার্ড পাঠালে আপনার ফোন খুলে যাবে। অ্যাপটিতে আরো অনেক সার্ভিস রয়েছে, প্রয়োজন হলে জিজ্ঞেস করবেন।

Talk Doctor Online in Bissoy App