আমি country lock অবস্থায় wipe data/factory reset দেই। সব কিছু ok করলাম। ok করার পর দেখি language select তো করলাম,তারপর wifi connection চাইলো,connection দিলাম। তারপর terms and conditions তারপর next দিয়ে agree তে click করলাম তারপর কয়েক মিনিট checking condition...this can take a while.পরে Google account চইলো দিলাম password ও দিছি তাও হচ্ছে না। এখন কি করে খুলবো?? যারা জানেন তারা দয়া করে একটু বলুন। বিশেষ করে যারা মোবাইলের কাজ করেন। বিঃদ্র মোবাইলটির নাম SAMSUNG J5, Model J500F/DS
Share with your friends
Unknown

Call

প্রথমত কান্ট্রি লক আপনি নিজে খুলতে পারবেননা, এজন্য অবশ্যই সার্ভিসিং সেন্টারের সহায়তা নিতে হবে। অথবা নিচের নাম্বারে কল করে তাদের সঠিক তথ্য দিয়ে প্রমাণ করতে হবে ফোনটি আপনি কিনেছেন, তারপর তারা আনলক কোডটি বলে দিবে।

+1 800-726-7864


দ্বিতীয়ত গুগল লক দেয়া হয় এমনভাবে যে কোনো একটি নির্দিষ্ট লোকেশনের বাইরে গেলে ফোনটি লক হয়ে যাবে। 

এক্ষেত্রে ফোনের প্রাইভেসি ভেঙ্গে আনলক করতে হবে। 


কোনো ভালো মানের সার্ভিসিং সেন্টারে নিয়ে যান, সব মিলিয়ে আপনার হাজার দুয়েকের মতো খরচ হবে।

Talk Doctor Online in Bissoy App