প্লে স্টোরে শুধু অ্যান্ড্রয়েডের সফটওয়্যার থাকে। তা পিসিতে সাপোর্ট করবে না। কারণ, পিসির অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ। তাই পিসির জন্য প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমে আপনি এই লিংক থেকে bluestacks   software টি ডাউনলোড করে নিন তারপর ইনস্টল দিন।।।।। তারপর 

যে কোন Android apps পিসিতে সাপোর্ট করবে ।





Android apps ডাউনলোড করতে এই লিংক এ যান



Talk Doctor Online in Bissoy App
Call

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো bluestacks software.  এটি    আপনার পিসিতে ইনিষ্টল করে যেকোনো আ্যান্ড্রইড আ্যাপ আপনার পিসিতে ব্যবহার  করতে পারবেন।




আর আপনি bluestacks software  যদি ব্যবহার করতে না যানেন তাহলে Google এ সার্চ করলে এর সব ডিটেল্স যেনে যাবেন। 


আমি নিযেও bluestacks software  ব্যবহার করি।


আর এর একটি সমস্যা ও আছে তা হলো এটা সত্যিকারে আ্যান্ড্রইড এর মতো পারর্ফম্যান্স দিতে পারে না। কিছুটা ধির গতির।।।।

Talk Doctor Online in Bissoy App

অাপনি পিসিতে  ব্লুজ এপিকে  ব্যবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App