jusbd

Call

১।তার পূর্বেকার স্বামীর থেকে তালাক নিয়ে আসতে হবে/অথবা স্বামী যদি স্ত্রী কে তালাকের পাওয়ার দিয়ে দেয় তাহলে তার ঐ স্বামী কে তালাক দিয়ে আসতে হবে। ২। ইদ্দত পালণ করতে হবে। (ইদ্দত হলো ৩হায়েজ অর্থাৎ ৩ মাসিক পার হওয়া পর‍্যন্ত সে তার ঐ স্বামীর বাড়িতে থেকে ইদ্দত পালন করবে। এই ইদ্দত পালন করার সময় তার ঐ স্বামীর সাথে মিলন করতে পারবেনা। ইদ্দত পালন করা শেষ হয়ে গেলে এবার সে মুক্ত এবার সে তার পূর্ব প্রেমিক/অন্য কোন পুরুষের সাথে বিবাহহ বসতে পারে। এতে কোন বাধা নেই। তবে মনে রাখতে হবে তালাক একটি ঘৃণিত জায়েজ কাজ। আল্লাহ তায়ালা অপছন্দ করা স্বত্বে ও এই আইন দিয়েছেন। বিবাহ বিচ্ছেদ খুব খারাপ কাজ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ