নিচের সাজেশনে মডেম ব্যবহার করুন তাহলে মডেম সবসময় সুস্থ থাকবেঃ ১। আপনি মডেমটি কখনো হাত থেকে ফেলবেন না।(এতে ভিতরের যেকোন পার্স নষ্ট হয়ে গিয়ে আপনার মডেমটি নষ্ট হয়ে যেতে পারে।) ২। পিসিতে বেশি লাগা খোলা করবেন না।(এতে ক্যাবল লুজ হয়ে যেতে পারে) ৩। প্রয়োজনে ব্যবহার করে আবার যথাযথ স্থানে রেখে দিন।(যাতে এটার কেউ অপব্যবহার না করে) ৪। কখনো রাগের মাথায় মডেমটি ছুড়ে ফেলবেন না। (তাহলে আপনার ধরা আপনি খাবেন) ৫। অতিরিক্ত লোড দিবেন না।(মডেমের ধারন ক্ষমতা কমে যেতে পারে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ