শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

মানুষের বয়স বাড়ার সাথে সাথে চিন্তা চেতনায় পরিপক্কতা চলে আসে যাকে আমরা বলে থাকি "ম্যাচুইরিটি"। প্রকৃতিগতভাবে একজন ছেলের চেয়ে একজন মেয়ের মানসিক পরিপক্কতা আগে আসে। মেয়েরা অনেক কিছুই আগে বুঝতে পারে যেটা ছেলেরা একটু দেরিতে পারে। সম্পর্কের ব্যাপারে যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে বিষয়টি একেবারেই ভালো দেখায় না। ধরুন, একজোড়া প্রেমিক-প্রেমিকা যাদের বয়স কাছাকাছি, তাদের মধ্যে ছেলেটির চেয়ে মেয়েটির মানসিক পরিপক্কতা আগে আসতে পারে। এক্ষেত্রে সম্পর্কটিকে বিভিন্ন জটিলতা তৈরি হয়। কেননা নারীরা পুরুষদের উপরেই নির্ভর করতে বেশি পছন্দ করেন। সেই জায়গায় যদি পুরুষটি বাচ্চা ছেলের মানসিকতা সম্পন্ন হয় তাহলেই ঘটে বিড়ম্বনা। যেভাবে জেনে নিতে পারবেন যে আপনি একজন মানসিকভাবে অপরিপক্ক একজনের সাথে প্রেম করছেন। ১. প্রতিশ্রুতি রাখতে না পারা : আপনার প্রেমিক পুরুষটি যদি কোনো প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে ভাববেন সে মানসিকভাবে অপরিপক্ক। কেননা দায়িত্ব গ্রহণের মানসিক বয়স বা পরিপক্কতা এখনও তার আসেনি। শুধু আধুনিকতার ছোঁয়ায় একটি সম্পর্কে সে জড়িয়েছে। ২. ভুল ক্ষমা না করা : প্রাপ্ত বয়স্ক সবার মাঝেই এক ধরনের নরমসুলভ আচরণ চলে আসে। তারা অনেক বেশি কোমনীয় ও সহনীয় হয়ে ওঠেন। এদের মানসিক পরিপক্কতা চলে আসে বলে এরা ছোটখাট বিষয় নিয়ে ঝামেলা করে না। কিন্তু আপনি যদি আপনার পুরুষটির মাঝে দেখেন যে ভুল ক্ষমা করার কোনো প্রবণতাই তার মাঝে নাই বরঞ্চ ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে সে নানা ধরনের ঝামেলা করছে তাহলে ভাববেন তিনি মানসিকভাবে অপরিপক্ক বলেই এই ধরনের আচরণ করছেন। ৩. নিয়মিত কোনো কাজ না থাকলে : আপনার পুরুষটি যদি কোনো কাজ না করে থাকেন বা কোনো পেশায় নিজেকে না জড়িয়ে থাকেন তাহলেও ভাববেন তার মাঝে ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই। তার মাঝে ছাত্র জীবনের মোহ এখনও বিদ্যমান এ কারণে খুব সহজেই পেশা জীবনে জড়াতে চান না। এমতাবস্থায় নিশ্চিত হতে পারেন যে তিনি মানসিকভাবে আপনার চেয়ে অপরিপক্ক। ৪. কারণ ছাড়াই প্রেম করেছেন : আপনার প্রেমিকের মাঝে যদি এই ধরনের প্রবণতা দেখেন যে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র আধুনিকতার ছোঁয়ায় সে আপনার সাথে প্রেম করছে তাহলেও ভাববেন সে অপরিণত মানসিকতার একজন পুরুষ। ভালোলাগা থেকে ভালোবাসা হয়। তার ভেতরে সেই বিষয়টি অনুপস্থিত থাকলে তাকে অপরিপক্কই বলা চলে। ৫. অবিবেচক প্রকৃতির হয়ে থাকলে : আপনার প্রিয় মানুষটি যদি অনেকটা অবিবেচক প্রকৃতির হয়ে থাকেন অর্থাৎ কোনো বিষয়েই তার যদি কোনো বিবেচনাবোধ না থাকে তাহলেও ভাববেন যে তিনি মানসিকভাবে অপরিণত একজন পুরুষ। কেননা একজন পরিণত মানসিকতার পুরুষের মাঝে অবশ্যই বিবেচনাবোধ থাকবে। ৬. বাস্তবসম্মত কোনো পরিকল্পনা না থাকলে : পূর্ণাঙ্গ মানুষগুলো সবসময় বাস্তবসম্মত ভবিষ্যত পরিকল্পনা করে থাকেন। তারা আবেগের বশে বশবর্তী হয়ে থাকেন না। আপনার পুরুষটি যদি এমন প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ অত্যন্ত আবেগী এবং কোনো বাস্তবসম্মত পরিকল্পনা বা চিন্তা ভাবনা না থাকে তাহলে ভাববেন তিনি অপরিণত মানসিকতার একজন পুরুষ। ৭. কথায় কথায় ঝগড়া করলে : আপনার প্রিয় মানুষটি যদি ঝগড়া করতে পছন্দ করেন ধরুন ছোট ছোট বিষয় নিয়ে তুমুল ঝগড়ার প্রস্তুতি নেন তাহলে তিনি অবশ্যই অপরিণত একজন পুরুষ। কেননা পরিণত পুরুষের কাছে তাকে ব্যক্তিত্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক তারা এই ব্যক্তিত্বকে ক্ষুণœ হতে দেন না। আপনার পুরুষের মাঝে যদি এই বিষয় অনুপস্থিত থাকে পাশাপাশি ঝগড়া করার প্রবণতা বেশি থাকে তাহলে তিনি নিশ্চিতভাবেই একজন অপরিণত মানসিকতার একজন পুরুষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ