Share with your friends
Call

সুইচ স্টেটমেন্ট দিয়ে শুধু একটিমাত্র ভেরিয়েবলের ইকুয়ালিটি চেক করা যায়। অন্য কোন কন্ডিশন যেমন বড়, ছোট, এন্ড, ওর - এগুলো চেক করা যায়না। অর্থাৎ সুইচ দিয়ে যা করা যায় ইফ-এলস দিয়েও তা করা যায়। কিন্তু ইফ-এলস দিয়ে যা করা যায় তার সব সুইচ দিয়ে করা যাবে না। কখন কোনটি ব্যবহার করতে হবে - এটা আসলে প্রোগ্রামারের ইচ্ছা এবং পছন্দের উপর নির্ভর করে। তবে সাধারনত একটি ভেরিয়েবলের মান অনেকগুলি মানের মধ্যে যেকোন একটি হতে পারে - এরকম ক্ষেত্রে অনেকগুলি ইফ-এলস ব্লকের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কোডটি দেখতে যেমন সুন্দর এবং পড়ে বুঝতে সুবিধা হয় তেমনি টাইপিংও অনেকটা কম করতে হয়।

Talk Doctor Online in Bissoy App