Share with your friends
Call

if স্টেটমেন্ট

আমরা দেখেছি কম্পিউটার একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে করে যায়। একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করা আমাদের সবসময় দরকার হবে। তেমনি ভাবে আমরা কোন একটি শর্তপূরণ স্বাপেক্ষে যদি এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট করাতে চাই তাহরে আমরা if স্টেটমেন্ট ব্যবহার করব।

if স্টেটমেন্ট আমরা এভাবে লিখি

if ([Boolean expression])
{
   [Code Block]
}


উদাহরণ এবার একটা উদাহরণ দেখি। আমরা একটা ছোট প্রোগ্রাম লিখতে চাই যেখানে একটা ভেরিয়েবল score এর মধ্যে একটা সংখ্যা রাখব। এরপর এই ভেরিয়েবলের মান যদি ৩০ এর চেয়ে বেশি হয় তাহলে আমরা PASS শব্দটি লিখব। আর ৩০ এর চেয়ে যদি বেশি না হয় তাহরে কিছু করবে না। int score; score=35; if(score>30) { printf("PASS"); }

এখানে [Code Block] এ আমরা একটা printf স্টেটমেন্ট লিখেছি। এই স্টেটমেন্টটি কাজ করবে যদি আমাদের এক্সপ্রেশন score>30 এর মান True হয়। এক্সপ্রেশন এর মান False হলে স্টেটমেন্টটি কাজ করবে না।

Talk Doctor Online in Bissoy App