শেয়ার করুন বন্ধুর সাথে
Call

*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রাহকদের জন্য *** প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ যান (voice call) । তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন । তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । ক) জিপি এর জন্য – ১২৬৬ খ) রবি এর জন্য – ৮১২১ গ) বাংলালিংক এর জন্য – ৭৭০ ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯ ** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেও পারে । এবার ফলাফলঃ এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা। আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন । **cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ