শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

পিনাইল ক্যান্সার অত্যন্ত গুরুতর একটি ক্যান্সার। এটি এক ধরনের ম্যালিগন্যান্ট ক্যান্সার যা পুরুষদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয় । প্রাথমিক অবস্থায় এই ক্যান্সার সনাক্ত করে চিকিৎসা শুরু করা গেলে এর বিস্তার রোধ করা যায় । নিম্নলিখিত ভাবে এই ক্যান্সার ছড়ায়ঃ ১) লোকাল স্প্রেড ঃ পিনাইল ক্যান্সার উৎস স্থান থেকে মূত্রনালি, পেটের নিম্ন প্রাচীর প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে । ২) লিম্ফ স্প্রেডঃ ইনগুইনাল লিম্ফ নোডে পিনাইল ক্যান্সার মেটাস্টাসিস সাধারণত বেশী হয়ে থাকে । ৩) রক্তের মাধ্যমেঃ রক্তের মাধ্যমেও এই ক্যান্সার ফুসফুস, হাড় এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ