Call

BRTC সার্ভিসের বাসগুলোতে Free Wifi যুক্ত করা হয়েছে। আপনি চাইলে আপনার স্মার্টফোনের wifi অপশন চালু করে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। BRTC বাসের ভেতরে দরজার পাশে লেখা দেখবেন ‘ডিজিটাল বাস’। তার পাশেই দেখবেন একটি QR কোডের ছবি।

বাসযাত্রী তার ব্যবহৃত স্মার্ট ফোনের মাধ্যমে বাসের ভেতরে স্টিকারে থাকা QR Code স্ক্যান করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। QR Code স্ক্যান করার জন্য বাসযাত্রীর স্মার্ট ফোনে QR Code স্ক্যান উপযোগী একটি Application থাকতে হবে। গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে নিন। অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে যে কোনো একটি ডাউনলোড করুন।
Android এ ব্যবহার উপযোগী কিছু QR Code স্ক্যানার Apk অ্যাপ্লিকেশানঃ
https://play.google.com/store/apps/details?id=com.google.zxing.client.android
https://play.google.com/store/apps/details?id=com.threegvision.products.inigma.Android
https://play.google.com/store/apps/details?id=la.droid.qr

iPhone এ ব্যবহার উপযোগী কিছু QR Code স্ক্যানার অ্যাপ্লিকেশান এর নামঃ
iPhone QR Code Reader / Scanner:
QR Reader for iPhone
Zapper scanne
QR Scanner
i-Nigma 4 Scanner

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ