Call

প্রথমে আপনি সিটিং এ যান তারপর দেখবেন more লেখা রয়েছে বা wi-fi লেখা রয়েছে।তারপর সেই more এ ক্লিক করেন। যদি আপনার আগের থেকে hotspot আকাউন্ট না থাকা,তাহলে thetharing and hotspot এ যান তারপর আসবে seT up wlan hotspot. তারপর সেখানে ক্লিক করুন ৮ অক্ষর এর একটি পাসোয়াড দিয়ে খুলে ফেলুন।তারপর  hotspot চালু করুন।তারপর আপনার বন্ধুর ফোনে wlan/  wifi চালু করতে বলুন।চালু করার পর নিচে লেখা থাকবে add network.সেখানে ক্লিক করুন।তারপর পাসোয়াড দিতে বলবে।তখন আপনার দেওয়া পাসওয়ার্ড টি টাইপ করুন।তারপর কানেক্ট এ চাপ দিন।কিন্তু সে সময় আপনার wi-fi চালু রাখতে হবে,তা না হলে আপনার বন্ধুর ফোনে পাসোয়াড দিলে wi-fi কানেক্ট হবে না।আর যতক্ষন wi-fi চালু থাকবে ততক্ষন ইন্টারনেট use করতে পারবেন।wi-fi বন্ধ করার সাথে সাথে ইন্টারনেট কানেক্ট পাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ