আমি অষ্টম শ্রেণিতে পড়ি। আমার বয়স চৌদ্দ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মনে রাখার কৌশল হিসেবে সকল স্তরের জ্ঞানিদের একটি কথা তা হলো মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া। তুমি যদি কোনো কিছু পড়ার সময় ভালো করে তা মন দিয়ে পড় বা বুঝে বুঝে পড় তাহলে তুমি আর তা ভুলবা না। আর যদি তা হয় বিজ্ঞান তাহলে সেইটা  হয়ে পড়ে আরো আনন্দদায়ক। বিজ্ঞান পড়ার সময় তুমি বাস্তব জীবনের কিছুর সাথে মিল রেখে পড়বে। তা হলে পড়াগুলো তোমার মনে থাকবে। এই রকম সকল বিষয়ই পড়ার সময় কোন কিছুর সাথে মিল রেখে পড়বে। ধর, সমাজে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা আছে,  তুমি তা পড়ার সময় নিজ কল্পনার মাধ্যমে ভাবো। সেই ঘটনা তোমার মত করে ভাবো তাহলে তুমি সেই ঘটনা বা সেই পড়াটা মনে রাখতে পারবে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ