শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সবপ্রথম আপনি সন্তানকে যথেষ্ট পরিমাণ সময় দিন। তার চাহিদা পূরণের চেষ্টা করুন।অতিরিক্ত শাসন করবেন না।ভুল করলে বুঝিয়ে বলুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার সন্তানদের ভালোবাসুন । তাদের অতিরিক্ত শাসনের ফলে আপনাকে তারা ভয় পাবে আর তখন সম্পর্ক ভালো থাকবেনা । তাদেরকে শাসন করার মাধ্যমে ছোট্ট হৃদয়টা ভেঙ্গে চুরমার করে দিবেন না । তাদের বেশী ভালোবাসুন , তাদের চাহিদাগুলো (অসৎ চাহিদা বাদে) পূরণে সচেষ্ট হউন । তাদের সাথে নরম কোমল কথামালা প্রকাশ করুন , তাদের সাথে রাগারাগি করবেন না । তাদেরকে আপনি যেমন দেখতে চান , তেমন হওয়ার চেষ্টা করুন নিজে নিজেকেই বদলাতে হবে । তাদেরকে নরম ভাষায় উপদেশ দিন , তাদের সাথে সময় কাটান , গল্প করুন তাদের সাথে বসে । আপনি আপনার কথাগুলো তাদের সাথে শেয়ার করুন , আপনার সাথে তাদের কথাগুলো তারা শেয়ার করার সাহস পাবে । অসৎ মানুষদের সংস্পর্শ থেকে দুরে রাখতে তাদেরকে বোঝান । যখন তাদের শাসন করবেন তখন একা একাই করবেন , কারো সামনে শাসন করবেন না । তাদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ইসলামী অনুশাসন মেনে তাদের লালন-পালন করুন । তাদের সামাজিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করুন । শাসন করার ক্ষেত্রে লাঠিচার্জ করা থেকে বিরত থাকা ভালো , বুঝিয়ে বলুন ঠিক হয়ে যাবে । ধৈর্য্য ধরুন । বাবা হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করুন । ইত্যাদি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ