আপনার ফোন টি যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়া দেন ।আপডেট দিলে আপনার ফোনে যে সকল নতুন ভারচন এসেছে সে গুলা পাবেন তার সাথে আপনি আপডেট দিলে ফোন ভাল কাজ করবে,

Talk Doctor Online in Bissoy App
MAHFUJ MPBP

Call

ফোনের setting এ about phone এর মধ্যে system Update অথবা software update নামে একটি অপসন আছে এর মাধ্যমে ফোন আপডেট দিতে পারবেন। আর কি কি সুবিধা পাবেন সেখানেই লেখা থাকবে ।। ফাইল ডাউনলোড হলে ফোন রিস্টার্ট দিতে হবে। তাহলে আপডেটি ইন্সটল হবে।। তবে একটু সময় লাগবে। এই সময় ফোন অফ করা যাবে না।।

Talk Doctor Online in Bissoy App
Call

সফ্টওয়ার আপডেট করলে সফ্টওয়ার এর ফিচার বৃদ্ধি পায়। অর্থাৎ, ধরুন আপনি একটি বই একবছর পূর্বে তৈরি করলেন, একবছর পর বইটি পুনরায় ছাপতে গেলে আপনি প্রথমে বইয়ের ভুলগুলো সংশোধন করবেন, তারপর বইতে নতুন নতুন তথ্য যোগ করবেন ইত্যাদি। ঠিক সেরকম আপডেট করলে নতুন অনেক সুবিধা পাওয়া যায় যদি সফ্টওয়ার কম্পানি নতুন সুবিধা যোগ করে থাকে আপডেট করতে হলে প্লেস্টোর এ আপনার সফ্টওয়ারটির নাম লিখে সার্চ দিন। তাপর সফ্টওয়ারটিতে ক্লিক করলে ডান দিকে আপডেট লেখা আসবে, তাতে ক্লিক করুন। তাহলেই আপডেট হবে। তাছাড়াও অটো আপডেট চালু রাখলে সয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

Talk Doctor Online in Bissoy App