Call

ঈমাম বোখারী (রহ.) বুখারী শরীফ সংকলন করেন। তিনি তার উস্তায ও বিভিন্ন সাহাবী, তাবেঈ ও জামানার শ্রেষ্ঠ ঈমামদের মাধ্যমে রাসূল (স.) এর মুখনিঃসৃত বাণীগুলো সংকলন করে। এভাবেই সে বিশাল একটা হাদিস গ্রন্থের সংকলন করেন। যেটার নাম বুখারী শরীফ। ঠিক একইভাবে ঈমাম মুসলিম (রহ.) মুসলিম শরীফ সংকলন করেন। পৃথিবীর জগদ্বিখ্যাত বিজ্ঞানীদের গবেষণপত্রগুলো যেভাবে আমাদের নিক পৌছিছে, ঠিক এরকম ভাবেই হাদিস শাস্ত্রগুলোও। তবে এখানে ভিন্নতা হচ্ছে, ইসলাম প্রচারক ও আলেমদের মাধ্যমেই এসব আমাদের কাছে এসে পৌছিছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ