শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শিক্ষক ছাড়া শুধুমাত্র কিতাব পড়ে নিজে নিজে গবেষনা করে আলেম হওয়া যায় না। কারণ আলেম হতে হলে নিয়মত্রান্তিকভাবে বিজ্ঞ লোক থেকে জ্ঞান অর্জন করতে হয়। শিক্ষা অর্জন করার জন্য শিক্ষক প্রয়োজন। রাসূলুল্লাহ (সাঃ) এর পবিত্র সুন্নাহও শিক্ষার ক্ষেত্র এমনই ছিল। যেমন, সাহাবীগণ শিক্ষা গ্রহন করেছেন স্বয়ং রাসূলুল্লাহ (সাঃ) থেকে। আর সাহাবায়ে কিরাম থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাবেয়ীগণ। আর তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাবে তাবেয়ীগণ। এই ধারাবাহিকতা মুসলিম উম্মাহর মাঝে এখনো বিদ্যমান আছে। কেউ যদি শিক্ষ গ্রহণ করার জন্য এর বাহিরে কোন পদ্ধতি অবলম্বন করে নিজে নিজে বই পড়ে আলেম হতে চায় তাহলে তা কখনো সম্ভব না। আল্লাহ পাক রাসূল (সাঃ) কে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এর প্রধান কারণসমূহ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তায়ালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, যেমনিভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে এক জন রাসূল পাঠিয়েছি। যাতে করে সে তোমাদের কাছে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে। এবং তোমমাদের আত্মশুদ্ধী করে এবং তোমাদের কিতাব শিক্ষা দেয় এবং তোমাদের হেকমত শিক্ষা দেয়। এবং তোমাদের ঐসব কিছু শিক্ষা দেয় যা তোমরা জানো না। (সুরা বাকারা আয়াতঃ ১৫১) জনাব! কোন মানুষ আলেম হয়ে জন্ম গ্রহণ করেনা। বরং কারো সান্নিধ্যে থেকে ইলম অর্জন করতে হয়। তাই আলেম হতে হলে অবশ্যই তাকে কোন না কোন মাদ্রাসার আলেম থেকে নিয়মতান্ত্রীকভাবে শিক্ষা নিলেই তার পর আলেম হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ