Call

ওজন স্তর + সিএফসি=

         
First : CFCl3 + UV LIGHT=>CFCl2+Cl
                              
then :     Cl+O3=>ClO + O2
 
then:       ClO + O=>Cl +O2
    
 এখানে,
        CFCl3= সিএফসি
         O2=অক্সিজেন
           O3=ওজোন
   
প্রথমে সিএফসির সাথে uv light এর বিক্রিয়ায় সিএফসি থেকে একটি ক্লোরিন ক্যাটালিটিক চেইন রিঅ্যাকশন দ্বারা আলাদা হয়ে যায়  অর্থাৎ CFCl2 ও Cl তৈরি করে। সেই ক্লোরিন ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস থেকে একটি অক্সিজেন বের করে ওজোন গ্যাসকে O2 এ পরিণত করে অর্থাৎ ক্লোরিন মনো অক্সাইড এবং একটি অক্সিজেন তৈরি করে। এখন ক্লোরিন মনো অক্সাইডের সাথে একটি অক্সিজেন পরমাণু বিক্রিয়া করে ক্লোরিন ও অক্সিজেন অণু তৈরি হয়।
এভাবে ক্রমানয়ে চলতে ওজোন গ্যাস ধ্বংস হতে থাকে যতখন সিএফসি ওজোন স্তরে অবস্থান করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ