Call

আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে ইসলামী ইতিহাসে সঙ্ঘটিত একটি ঘটনার সময়কাল হস্তিবর্ষ। ইসলামী ইতিহাস অনুযায়ী, এটি সে বছরে সঙ্ঘটিত হয়, যে বছরে নবী মুহাম্মাদ জন্মেছিলেন। পবিত্র কাবা-ঘর আক্রমণ করতে আসা ইয়েমেনের আবিসিনিয় গভর্নর আবরাহা তার হস্তী বাহিনীসহ ধ্বংস হয়। আল্লাহর ইচ্ছায় কিছু আবাবিল পাখির মুখে থাকা ক্ষুদ্র কঙ্কর আবরাহার হস্তী বাহিনীর ওপর বর্ষিত হলে তারা হয়ে পড়ে চর্বিত ঘাসের মত দলিত-মথিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহ আবাবিল নামক ছোট পাখি দ্বারা আবরাহার বিশাল বাহিনী কে ধ্বংস করেন ঐ পাখি ছোট ছোট পাথর নিয়ে ঐ বাহিনী উপরে ফেলে যার সাথে সাথে আবরাহার বাহিনী ধবংস হয়। এই কারনে ধবংস করেন তারা পবিত্র কাবাশরীফ ধ্বংস করতে গিয়েছিল। আপনি সূরা আল কাফিরুন অর্থ পড়ুন তাহলে বুঝতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পবিএ কোরআনের সুরা ফীল উল্লেখ আছে আবাবিল পাখি,  কারণ হযরত মুহাম্মদ সাঃ ঐবছর জন্মগ্রহণ করেছেন, আর আবিসিনিয়ার বাদশাহ  পূর্বে থেকে জানতেন যে মুহাম্মদ সাঃ আল্লাহর সর্বশেষ নবী, তাই সেই তার হস্তিবাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আসে আর আল্লাহ  ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখি পাঠিয়ে তাদের কে ধ্বংস কতে দেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ