শেয়ার করুন বন্ধুর সাথে


সিএফসি গ্যাস কে ক্লোরোফ্লোরো কার্বন বালা হয়। 

ওজোন স্তর নষ্ট করার ক্ষেত্রে দায়ি এ গ্যাস।

এ সিএফসি প্রধানত: শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্রপাতি, রেফ্রিজারেটর, এ্যরোসল, অগ্নি নির্বাপক যন্ত্র, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রের সার্কিটে (পরিষ্কারক হিসাবে) ব্যবহৃত হয়। এই যৌগটি বায়ুমন্ডলে ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে এবং ধীর প্রবাহের দ্বারা এটি ভূ পৃষ্ঠের ১২ থেকে ৫০ কিলোমিটার উপরের স্তরে(Stratosphere)প্রবেশ করে। সেখানে তীব্র অতিবেগুনি রশ্মি ক্যাটালিটিক চেন রিএ্যাকশন দ্বারা ক্লোরো ফ্লোরো কার্বনের (CFC)রাসায়নিক বন্ধন থেকে ক্লোরিন পরমাণুকে মুক্ত করে, যা বায়ুমন্ডরের উপরের স্তরের ওজোনের(Stratospheric Ozone)জন্য হুমকিস্বরূপ।

সূএঃ সংগৃহীত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ