image


শেয়ার করুন বন্ধুর সাথে

(ক) ১০% লাভ হয় অর্থাৎ- লাভ ১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ "       ১০০ "       "         "       (১০০*১০০)/১০=১০০০টাকা উত্তর: ক্রয়মূল্য ১০০০ টাকা। (খ) ক হতে পাই, ক্রয়মূল্য = ১০০০টাকা  ১০% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০টাকা হলে বিক্রয়মূল্য (১০০-১০)=৯০ টাকা     "        ১০০০  "       "         "           (৯০*১০০০)/১০০=৯০০টাকা উত্তর: ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০০ টাকা। (গ) ১০% লাভে, ক্রয়মূল্য ১০০টাকা হলে বিক্রয়মূল্য (১০০+১০)=১১০টাকা     "        ১০০০   "      "        "        (১১০*১০০০)/১০০=১১০০টাকা খ হতে পাই, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০০টাকা। অতএব, ১০% লাভে বিক্রয়মূল্য ও ১০%ক্ষতিতে বিক্রয়মূল্যের অনুপাত= ১১০০ : ৯০০= ১১:৯ উত্তর: অনুপাতটি ১১:৯।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ