Call

যদি নাম্বার দেয়া থাকে তাহলে আপনার ফোনে মেসেজ আসবে, আর তাছাড়া আপনি এজেন্ট ব্যাংকে যেয়ে একাউন্ট নাম্বার বলে ব্যালেন্স জানতে পারবেন    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফিঙ্গারপ্রিন্ট অ্যাকাউন্টটি চেক করতে হলে আপনি যেই শাখা থেকে অ্যাকাউন্টটি চালু করেছেন সেখান থেকে চেক  করতে পারবেন। অ্যাকাউন্ট চেক করার জন্য লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও আপনা হাতের ফিঙ্গারপ্রিন্ট। আরো একটি সহজ উপায় আছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে এ্যন্ডোয়েড ফোন দিয়ে আপনার অ্যাকাউন্ট চেক সহ একটি মিনি স্টেটমেন্ট দেকতে পারবেন ও আপনি আপনার প্রয়োজন মতো মোবাইলে রিচার্য করতে পারবেন। তার জন্য আপনাকে একটি bang card নিতে হবে যার বাৎসরিক চার্য ৩৪৫ টাকা। phone দিয়ে অ্যাকাউন্ট চেক করতে playstor থেকে nexcus app টি চালু করতে হবে। card টি দিয়ে বাংলাদেশের প্রত্তেকটি DBBL বুথ থেকে ফ্রি টাকা তুলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ