শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বাজারে সাধরনত ১২ ভোল্ট ৩ এম্পিয়ারের পাওয়া যায়। ১৫ ভোল্ট পাওয়া যায়না। যদিও মিটারে মাপলে অনেক ক্ষেত্রে ১২ এর বেশি  ১৪ বা ১৫ বা ১৬ ভোল্ট শো করে। কিন্তু আসলে তা ১৬ ভোল্ট এর নয়। মিটারে এটি দেখানোর কারন হচ্ছে ওফেন সার্কিট ভোল্ট।(যাহারা অভিজ্ঞ তাহারা বুঝবেন) তাই আপনার পছন্দ মত পেতে হলে বাজারে পাওয়া ট্রান্সফর্মার কিনে নিজে মডীফাই করে নিতে হবে।  আপনি কি ইলেক্ট্রনিক্স জানেন? ট্রান্সফরমার বাধাই এর নিয়ম জানেন?  যদি হ্যা হয় তবে তবে ১২ ভোল্ট ট্রান্সফর্মার কিনে আপনি অতিরিক্ত কিছু অন্তরিত তামার তার (২২-২৬গেজ হলে চলবে) ট্রান্সফর্মারে কৌশলে পেচিয়ে নিন। পেচ সংখ্যা ৩২ এর বেশি দিবেন না। ৩০ পেচই ভাল হবে।  এর পর এক প্রান্ত সরাসরি ট্রান্সফর্মারের আউটপুট ৩টি তারের ভেতর মাঝ খানের তারের সাথে জোড়া লাগিয়ে দিন। আপনার পেচানো তারের অপর প্রান্ত ট্রান্সফর্মারের ৩টি আউটপুট তারের বাকি দুটির একটিকে ফেজ করে মিটারে মেপে দেখুন ভোল্ট কমে গেল কিনা। যদি কমে যায় তবে ঐ ফেজটি বাদ দিয়া অপর ফেজ থেকে আউটপুট নিন। আর যদি বেড়ে যায় তাহলেতো দেখতেই পেলেন কত বেড়েছে। যদি ১৪-১৬ এর ভেতর থাকে তবে এই ফেজেই ১৫ ভোল্ট পাবেন। (উল্লেখ্য পেচের হিসাবটা সকল ট্রান্সফর্মারে নাও মিলতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে মেলে তাই বললাম। ) তবে অনুগ্রহ করে,  ইলেক্ট্রনিক্স না জানলে এই কাজে যাবেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ