AalNoman

Call

এখন অনলাইনে না থেকে বইটা হাতে নিন। সিলেবাস দেখে অধ্যায় ভাগ করে নি। কোন কোন সেট থেকে কয়টা প্রশ্ন হবে তার উপর নির্ভর করে পড়ুন।  এখন তো সময় অতি নগন্য। টেনশন ছাড়া যেটুকু সম্ভব পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি অষ্টম শ্রেণীর ছাত্রী হিসেবে কিছু টিপস দিচ্ছি....   প্রস্তুতির এই চূড়ান্ত মুহূর্তে নতুন কিছু শেখার সময় নেই। এখন প্রয়োজন শুধু রিভিশন। মনোযোগ সহকারে রিভিশন দিতে হবে। নিয়মিত পড়াশোনা করে  আপনি যা শিখেছেন, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ্যবিষয়ের ওপর যা কিছু আয়ত্ত করেছেন, সেসব কেবল রিভিশন দিন। একদম প্রথম খেকে শুরু করুন আপনার সিলেবাস এর টপিক গুলো । কোনো অধ্যায় কিংবা পাঠের কোনো অংশ এখনো যদি কারও কাছে জটিল বা অস্পষ্ট মনে হয়, তবে সেসব অধ্যায় কিংবা পাঠের অংশ বুঝে নেওয়ার চেষ্টা করুন।আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালভাবে পড়ুন যেখান থেকে আসার সম্ভাবনা বেশি। পড়া মনে রাখার জন্য আপনি ছন্দ করে পড়ুন,পড়াকে গল্পের মত মনে করে পড়বেন। ছন্দাকারে সাজিয়ে ফেলুন সবকিছু নিজের মতো করে।বিশেষ করে সাল,হার,টাকার পরিমাণ এগুলো। আর গাইডের MCQ গুলো পড়ে যান,,,গাইডে সব অধ্যায় এর সৃজনশীল প্রশ্নগুলো পড়ে ফেলুন। আপনার যদি মনে হয় আপনি পূর্বে যথেষ্টে পড়েছেন এবং আর পড়ার প্রয়োজন নেই তাহলে তখন বিভিন্ন সালের স্যাম্পল প্রশ্নও সলভ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Hemalmondal

Call

বুঝে পড়লে বা নকল করলে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ