Seba korun

Call

আমি মনে করি আপনি আপনার এলাকার একটা ভালো শিক্ষিত স্যার/ম্যাডাম বা ভালো মেধাবি শিক্ষিত বড় ভাইয়ের কাছ থেকে, মানে গতবার বা তার আগের বার (এস এস সি) পরিক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে এমন কারো কাছ থেকে সাজেশন নিন আসা করি আপনি পরিক্ষায় ভালো রেজাল্ট করবেন । এই জন্যই বলছি যে সে আপনাকে সামনা সামনি সবকিছু ভালো করে বুঝাতে পারবে । ধন্যবাদ !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি দৈনিক কমপক্ষে ৮/১০ ঘন্টা পড়েন এবং পড়া মুখস্ত করে খাতায় লিখেন এতে করে পড়া মনে থাকবে। আপনি যে বিষয় গুলো কম পারেন এগুলোর প্রতি বেশি মনোযোগ দিন। আর কোনো দিন পড়া বিরত দিবেন না ক্রমাগত পড়া চালিয়ে যান ইনশা আল্লাহ আপনি সফল হবেন, আর মনে রাখবেন SSC/দাখিল এই সার্টিফিকেট এর পয়েন্টের উপর নির্ভর করে জীবনের অনেক কিছু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এখন আপনার একটু বেশি লেখা পড়া করার প্রয়োজন বলে মনে করি আমি। এখন আপনার ক্লাস,প্রাইভেট নাই তাই সম্পূর্ণ সময় টা বাড়িতে পড়ুন। আপনি ১০-১১ ঘন্টা অনায়াসে পড়ে পারেন। তবে রাতে কম পড়বেন এবং ভোর বেলা ও দিনের বেলা বেশি পড়বেন। চেষ্টা করুন রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার এবং ভোর বেলা দ্রুত উঠে লেখা পড়া করার। এই ভাবে এই কয়েক টা দিন একটু কষ্ট করুন আশা করছি আপনার রেজাল্ট ভাল হবে যদি পূর্ব প্রস্তুতি ভাল থাকে তবেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ