ঘরোয়া পদ্ধতি বলতে পারেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কীটনাশক প্রয়োগ করে। দাম পড়বে বোতল প্রতি ২০-৩০ টাকা । এটাই আমার জানা একমাত্র প্রক্রিয়া ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

বাজারে চিকা মারার ওষুধ পাওয়া যায় । সেটা কিনে দেখতে পারেন ॥ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি নিম্নোক্ত পদ্ধতি গ্রহণ করুন:

☆ইঁদুর ধরার ফাঁদ ব্যবহার করুন চিকা মারতে।  ঘরের বিভিন্ন কোণে দুই থেকে তিনটি ফাঁদ ব্যবহার করুন। 

☆শক্তিশালী আঠা ব্যবহার মেঝেতে একটি শক্ত কার্ডবোর্ড রেখে সেখানে শক্তিশালী আঠা লাগিয়ে রাখুন। 

☆মেনথলের তেল ব্যবহার ঘরের যেসব জায়গায় চিকা দেখতে পান সেসব স্থানে মেন্থলের তেল ছিটিয়ে রাখুন। এছাড়াও ময়লা ফেলার বিনের আশেপাশেও কিছুটা ফেলে রাখুন। 

☆শুকনা মরিচ ব্যবহার! এক পিস পনিরের সাথে শুকনা মরিচ ভেঙ্গে গুড়ো গুড়ো করে মিশিয়ে ঘরের মেঝেতে ফেলে রাখুন। 

☆ ঝাল সস স্প্রে করুন ঝাল খাবার যেখানে আছে সেখান থেকে যত সম্ভব দূরে থাকে তারা। ঘরের মেঝেতে কয়েক ফোঁটা ঝাল সস ছিটিয়ে রাখুন। 


পেঁয়াজ ব্যবহার করতে পারে। যেসব স্থানে চিকা দেখা যায় সেখানে রাখুন।

সূত্র:কৃষি ভুবন (লিফলেট)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ