Ronu

Call

আপনি নিম্নোক্ত কিছু কাজ করতে পারেন, আশা করি আপনার ত্বকের দাগ দূর হয়ে যাবে ও ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে -
    - 1. এক চিমটি হলুদ, ১ চা চামচ টমেটো বা লেবুর রসের সাথে মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন ব্যবহার করুন। আপনি ডাবের পানির সাথে মিশিয়ে নিতে পারেন।

    2. আপনি ৪-৫ টি আমন্ড সারারাত ভিজিয়ে রেখে এটি গুঁড়া করে পেস্ট তৈরি করে এর সাথে বাটার মিল্ক বা মালাই ও বেসন মিশিয়ে এই প্যাক ত্বকে লাগান। ১০ -১২ মিনিট এই প্যাক ত্বকে রাখুব এরপর কিছুক্ষণ স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন।

    3. বেসনের সাথে বাটার মিল্ক মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান আর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে এই ফেশ প্যাক ব্যবহার করা যাবে না।

চোখের জন্যে :
প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ টমেটোর রস ও আধা চা চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার নরম তোয়ালে পানিতে ভিজিয়ে চোখের চারপাশ ভালো করে মুছে নিন। এরপর ময়েশ্চারাইজার দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।
পরামর্শ :
- ১. দিনে দুই থেকে তিনবার এই প্যাক চোখের চারপাশে লাগান। এক সপ্তাহের মধ্যে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
- 2. নিয়মিত রাতে ঘুমানোর আগে এই প্যাক চোখের চারপাশে ব্যবহার করুন।
- 3. বেশি করে পানি ও শাকসবজি খান। নিয়মিত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ