Jamiar

Call

১ টি কনডম একবার ব্যবহার করার পর তা দ্বিতীয় বার ব্যবহার না করাই ভালো এতে ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে না আর ১ বার ব্যবহার করা কনডম দ্বিতীয় বার লিঙ্গে প্রবেশ করানো ঝামেলা  হয়। 

তাই আপনি সহবাস করার সময় কনডম টি এমন ভাবে লিঙ্গের সাথে   পরে নিবেন যাতে ছিড়ে না যায়। কনডম ছিড়ে না গেলে এবং বীর্য যোনিতে প্রবেশ না করলে প্রেগন্যান্ট হবে না। তাই সহবাসে ১ টি কনডম দিয়ে একবার সহবাস করবেন এবং সতর্ক থাকবেন যাতে কনডম ছিড়ে না যায়।
আশা করি বুঝতে পারছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ