এসএসসি পরিক্ষায় বাংলা ২য় পত্রে নিচের নিয়ম অনুসারে রচনা লিখলে আপনি নম্বর বেশী পাবেন। ১.রচনায় তথ্য উপাত্ত বেশী দিবেন। ২.পয়েন্টের সংখ্যা যত বেশী পারেন বাড়িয়ে দিবেন। ৩.বাক্যের গঠন ও হাতের লেখা সুন্দর করবেন। ৪.বানানের প্রতি বিশেষ খেয়ার রাখবেন।অর্থাৎ নির্ভূলভাবে বানান লেখার চেষ্টা করবেন। ৫.রচনাকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পয়েন্টের নিচে কালার পেন ব্যবহার করবেন।

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

আপনি নিম্নোক্ত নিয়ম অনুসরণ করুন 1। রচনার বিষয়ের উপর পরিপূর্ণ উপাত্ত দিন এবং মনে মনে সবসময় স্মরণ করুন। 2। এক একটি ভাব এক একটি অনুচ্ছেদে লিখতে হবে এবং প্রত্যেকটি অনুচ্ছেদে যেন মূল বিষয়ের সাথে শান্তিপূর্ণ হয়। 3। রচনার প্রচলিত কথা, গ্রাম্য বা অশ্লীল বা দীর্ঘ সমাসবদ্ধ পদ না হয়। 4। বিষয়ের সাথে অসংগতিপূর্ণ কোন কথা বা বাক্য রচনায় উল্লেখ করবেন না। 5। রচনা বিভিন্ন অংশ প্যারা করে লেখবেন। 6। রচনার লেখা ও ভাষা যেন সামঞ্জস্যপূর্ণ হয় তা সম্পর্কে খেয়াল রাখুন।

Talk Doctor Online in Bissoy App