শেয়ার করুন বন্ধুর সাথে

জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হলে_ **প্রথমে বুঝতে হবে যে, আপনার কোন বিষয়ের প্রতি মনের টান আছে। মন যে দিকে যেতে চায়, সেদিকেই টার্গেট করুন। কারণ_ যেই কাজ করতে মন চায় না। সেই কাজ করে মনে শান্তি আসে না। তদ্রুপ সেই কাজে সফলতাও পাওয়া কষ্টকর। তাই যেটা আপনার ভাল লাগে সেটাই করার চেষ্টা করুন। **দিত্বীয়ত, আপনি যে কাজটা করতে চান, সে কাজে আপনি পর্যাপ্ত দক্ষ কি না, সেটা ভাবতে হবে। কারণ_ আপনি যদি পরিপূর্ণ দক্ষ না হোন, তাহলে কিছুদিন কাজ চালিয়ে যেতে পারলেও পরবর্তীতে ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যে কাজটি করতে চান, সে বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করে, তবেই মাঠে নামুন। **তৃতীয়তো আপনার টার্গেট যদি ১০ কিলোমিটার পথ চলা হয়, তাহলে ১২ কিলোমিটার পথ চলার প্রস্তুতি নিয়ে পথচলা শুরু করুন। তাহলে টার্গেট পরিপূর্ণ হওয়ার আগে ক্লান্ত হবেন না। এতে আপনার টার্গেট পরিপূর্ণ হবেই। **চতুর্থ, টার্গেট সেট করার আগেই ভেবে নিন, আপনার টার্গেটের পথে বাধা বিপত্তি আসলে, আপনি তা উতরে যেতে পারবেন কিনা। নাহলে অর্ধেক পথে থেমে যাওয়ার চান্স থেকে যায়। **নিজের কাজে আত্ববিশ্বাস রাখুন। অন্যের দেয়া উপদেশ যাচাই করে তারপর কাজে লাগান। ইনশাআল্লাহ সফল হবেনই আপনি।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ